রাজারহাটে মুজিব জন্মশতবার্ষিকী২০২০উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিংঙ্গারডাবড়ী হাট নামটারী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়।
সিংঙ্গারডাবড়ী হাট নামাটারী স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল ওয়াহেদ মাস্টারের সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি, রুকুনুজ্জামান রোকন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আতিক হাসান মানু, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম আমিন, ওয়ার্ড যুবলীগ সভাপতি, শরৎচন্দ্র রায়। চাকিরপশার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি, সরকার অজয় কুমার, এবং উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা শেষে উপস্থিত অতিথি কর্তৃক বিজয়ী টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।