রাজারহাটে মাদক সেবনে বাধা দেওয়ায় সাংবাদিক প্রয়োজনে রাশেদকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:
রাজারহাট উপজেলার সদর ইউনিয়নে মেকুরটারী ছামাদ মেম্বারের ছেলে রানা মিয়ার দুই সন্তান রিংকু ও বিকাশ শুক্রবার রাতে প্রকাশ্যে মাদক সেবন করলে বিশ্বমানচিত্র পত্রিকার রাজারহাট উপজেলা প্রতিনিধি সাংবাদিক রাশেদ বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে রিংকু ও বিকাশ রাশেদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।এক পর্যায়ে সন্ত্রাসী রিংকু ও বিকাশ সাংবাদিক রাশেদের উপর অতর্কিত হামলা করেন।সন্ত্রাসী রিংকু ও বিকাশের পিতা ছামাদ এগিয়ে এলে ছেলেদের শাসন না করে তিনি সাংবাদিক রাশেদের উপর হামলা করেন।সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে সাংবাদিক রাশেদের বাম হাতের পিঠে গভীর খত হয় ও দুইটি আঙ্গুল কেটে যায়। সাংবাদিকের উপর হামলা রাজারহাট উপজেলায় যেন একটা সংস্কৃতি হয়ে দাড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বর্বরোচিত হামলার নিন্দা ও বিচারের দাবীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সেই সাথে এই ঘটনার পুনরাবৃতি যেন না ঘটে সেব্যাপারেও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এই রিপোর্ট লেখাব্দি মামলার প্রস্তুতি নিচ্ছেন রাশেদের পরিবার।