রাজারহাটে গ্রন্থকুটির পাঠাগারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
এনামুল হক সরকার,রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি :
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার গ্রন্থকুটির পাঠাগারে স্বাস্থ্য সচেতনতামূলক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।রাজারহাট তথ্য অফিসের সহযোগিতায় সকাল দশটা থেকে চারটা পর্যন্ত মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে গ্রন্থকুটির পরিচালক আবু সাঈদ মোল্লা।রাজারহাট উপজেলা তথ্য কর্মকর্তা সোহেলী মার্জান, সহকর্মী সিরাজুম্মনিরা ও লিমা খাতুন ক্যাম্পে ডায়াবেটিকসপরীক্ষা,উচ্চ রক্তচাপ পরীক্ষাসহ মানুষের মধ্যে করোনা প্রতিরোধে গ্রন্থকুটির পাঠাগারের সদস্যদের মাস্ক বিতরন করেছে।