রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সাংগঠনিক সম্পাদক হ্লামচিং মারমার চিকিৎসা খোঁজ খবর নিচ্ছে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা।গত শনিবার রাতে বাঙ্গালহালিয়া থেকে নিজের মোটরসাইকেল যোগে রাজস্থলী উপজেলায় নিজ বাড়িতে ফেরার পথে লংগদু পূণর্বাসন এলার পাশে মোড় ঘোরার সময় অবৈধ কাঠের গাড়ির সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে মাথায় ও ঘারের হার ভেঙ্গে গুরুতর আহত হয়েছে রাজস্থলী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ৮ জুন বুধবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইউপি সদস্য হ্লামচিং মারমা দেখতে যান এবং চিকিৎসা খোঁজ খবর নিচ্ছেন জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ইউপি সদস্য ক্যাসাচিং মারমা মিলন প্রমুখ। হাসপাতালে দেখতে গিয়ে জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা বলেন প্রাথমিক ভাবে চিকিৎসা জন্য দলের পক্ষ থেকে কিছু টা সহযোগী করা হয়েছে । এবং গুরুতর আহত ইউপি সদস্যের উন্নত চিকিৎসার জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান সাথে কথা বলে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।