মোঃ সুমন, বিশেষ প্রতিনিধি: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় তিন ইউনিয়নে অসহায় ৩৭৯৩ পরিবারের মাঝে ১০কেজি করে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে। ২৫ শে এপ্রিল সোমবার সকালে ঘিলাছড়ি ইউনিয়নে ভিজিএফের চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা ও উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাশ।
এসময় ইউনিয়ন পরিষদের সদস্য -সদস্যাগণ উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কর্মহীন দারিদ্র্য ও দুস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধামনমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ তহবিল হতে ভিজিএফের চাউল বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাশ বলেন রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নে যথাক্রমে ঘিলাছড়ি (১১শ),গাইন্দ্যা( ১২শ) ও বাঙ্গালহালিয়া ইউনিয়নে (১৪৯৩) পরিবার মাথাপিছু ১০কেজি করে চাউল বিতরণের জন্য তিন ইউনিয়নের চেয়ারম্যাদের মাধ্যমে চাউল বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান।
পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে ভিজিডি কার্ডধারী ছাড়া কোন পরিবার যেন ঈদ উল ফিতরের ভিজিএফের চাউল পাওয়া থেকে বঞ্চিত না হয়। সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বলেন জানান চেয়ারম্যানরা। এদিকে বর্তমান বাজারে বিনামূল্যে ১০কেজি চাউল পেয়ে খুব খুশি অসহায় পরিবার গুলো। মোঃ সুমন বিশেষ প্রতিনিধি