মো: মোহাইমেনউল, চারঘাট প্রতিনিধি: চারঘাট উপজেলার নিমপাড়া অর্ন্তগত বাগমারায় অরক্ষিত রেল ক্রসিংএ সকাল আনুমানকি ৮.২০ ঘটিকার সময় রাজশাহী হতে টাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া সিল্ক সিটি ট্রেনের সঙ্গে ভাটায় মাটি বহন কারী ট্রাকটারের সাথে সংঘর্ষে ট্রাকটারটি ভেঙ্গে যাই এবং ট্রাকটারের ড্রাইভার ঘটনা স্থলে মারাযায়। মৃত ড্রাইভারের নাম সুজন আলী সে নিমপাড়া ঞইঋ ইট ভাটায় ট্রাকটার দিয়ে মাটি টানার কর করছিল। আড়ানীর ঝিনা গ্রামের মোঃ আলাউদ্দিন (৫০) পিতা- আমিন শাহ্ ভাটায় মাটি টানার কাজের জন্য বিগত দশ দিন আগে মৃত সুজন আলীকে ভাটায় ট্রাকটার দিয়ে মাটি টানার জন্য নিয়ে আসে।