লিয়াকত রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর বোয়ালিয়া লেডিস ক্লাবের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বুধবার দুপুরে বোয়ালিয়া লেডিস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুস্থ্য ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি ছিলেন বোয়ালিয়া লেডিস ক্লাবের সভাতি ও রাজশাহীর বিভাগী কমিশনার ড. হুমায়ুন কবীরে সহধর্মিণী রুনা লায়লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বোয়ালিয়া লেডিস ক্লাবের সহ-সভাপতি ও জেলা প্রশাসক আব্দুল জলিলের সহধর্মিণী তাহমিনা রহমান শিশির। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহানা আখতার জাহান সহ নারীনেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।