নাজমুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ রাজবাড়ীর সদর উপজেলার দ্বাদশী ইউনিয়ন থেকে তিন’শ পঞ্চাশ পিস ইয়াবা বড়িসহ এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সদস্যরা। গ্রেপ্তারকৃত ব্যাক্তি বাড়ি, রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের আগমারাই গ্রামের মোঃ তৌহিদ মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া (২৭)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সূত্রে জানা যায়, (৭ আগষ্ট) রবিবার সকাল ৮.৩০মিঃ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম মোঃ রাসেল মিয়া(২৭) কে ৩৫০( তিন’শ পঞ্চাশ) পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে। রাসেল একই গ্রামের শাবানা বেগমের বাড়িতে ভাড়া থাকতো। উদ্ধারকৃত আলামত তার নীজের কোমরের সাথে বাঁধা একটি কালো রঙ্গের চামড়ার ব্যাগ থেকে উদ্ধার করা হয়। রাজবাড়ী জেলা মাদকদ্রব্য অধিদপ্তর সূত্র মতে জানা যায়, মাদক কারবারি রাসেল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ।