 
																
								
                                    
									
                                

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন জানান, সকালে খিলক্ষেত এলাকার একটি সড়ক থেকে অচেতন অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় ওই যুবক গুরুতর আহত অবস্থায় পড়েছিল। খিলক্ষেত এলাকায় ওই যুবক ভিক্ষাবৃত্তি করতেন। তার পরনে খয়েরি রংয়ের শার্ট ও কালো রংয়ের প্যান্ট ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।