রেদোয়ান হাসান, সাভার,ঢাকাঃ বাংলাদেশ সরকারের সাথে যুক্তরাজ্য সরকারের সর্ম্পক অনেক ভালো তাই যুক্তরাজ্য বাংলাদেশের যেকোন প্রয়োজনে সবসময় পাশে আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।বৃহস্পতিবার দুপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন এসময় আরও বলেন, যুক্তরাজ্য সরকার বাংলাদেশের পরম বন্ধু রাষ্ট্র। ব্যবসা বাণিজ্যসহ সকল বিষয়ে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। তাই যুক্তরাজ্য সরকার সবসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বরণ করে বলেও বলেন তিনি।
এর আগে বৃটিশ হাইকমিশনার সড়ক পথে স্মৃতিসৌধে আসলে তাকে স্বাগত জানান স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান। বৃটিশ হাইকশিনার অনুষ্ঠান শেষ করে স্মৃতিসৌধে আসা পুলিশসহ সকলের সাথে ফটোশেষনে অংশ গ্রহণ করেন ও স্মৃতিসৌধ এলাকা পরিদর্শন করেন। বৃটিশ হাইকমিশনারের সাথে এসময় বৃটিশ দুতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।