মোঃ আনিসুর রহমান ময়মনসিংহ প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
মুক্তাগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। মে মাসের সার্বিক কাজের মূল্যায়নে জাহাঙ্গীর আলমকে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করা হয়। শনিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত সভা শেষে শ্রেষ্ঠ অফিসারদের হাতে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন পুলিশ সুপার আহমার উজ্জামান পিপিএম সেবা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফজলে রাব্বী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আলাউদ্দিন ,অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর ইসলামসহ বিভিন্ন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সহকারী পুলিশ সুপার ও সকল থানার অফিসার ইনচার্জগন উপস্থিত ছিলেন।