মেহেরপুর প্রতিনিধি ঃ
মেহেরপুরে আবাদি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ২জনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-কালীতলাপাড়া ব্রিজ সংলগ্নে সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান জানান, আমঝুপি-কালীতলাপাড়া ব্রিজ সংলগ্নে আবাদি জমির মাটি কেটে পুকুর কাটছিল মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের মল্লিক শেখের ছেলে ইমাদুল ইসলাম (২৭) ও একই গ্রামের বিন মোহাম্মদের ছেলে আনােয়ার হােসেন (২৬) এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দু’জনকে আটক করা হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাটি-বালি সংরক্ষণ আইন-২০১০ ধারা অনুযায়ী দু’জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ৩ মাসের জেল প্রদান করা হয়।