ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন সাংসদ মুনমুন সেনের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে তার বালিগঞ্জের বাসায় এ ঘটনা ঘটে। পরে মুনমুন সেনের অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার রাত ১১টার দিকে আচমকা মুনমুন সেনের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে ১০-১৫ জন দুর্বৃত্ত। প্রাক্তন সাংসদের কর্মচারীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এজন্য তাদের অকথ্য ভাষায় গালিগালিজ করে। তাদের মারধর করা হয়। ঘটনায় কার্তিক, বুদ্ধ ও শংকর নামে তিনজন আহত হয়েছেন। মুনমুন সেনের কর্মচারীদের পোশাকও ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা।
এ ঘটনার পর বালিগঞ্জ থানায় ফোন করেন মুনমুন সেন। পরে লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগ পাওয়ার পর রোববার (৫ সেপ্টেম্বর) চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।
মুনমুন সেনের দুই কন্যা জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন, রিয়া সেন। এ সময় তারা বাড়িতে ছিলেন কিনা তা জানা যায়নি।