- মেহেরপুর জেলা প্রতিনিধিঃ ফয়সাল আহম্মেদ
মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রেস ব্রিফিং প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুর রহমান, (রাজস্ব) তুষার কান্তি পাল,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাফিজ-আল-আসাদ, স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম, আর,ডি সি কাজী অনিক ইসলাম, সহকারী কমিশনার নাহিদ হোসেন সহ এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, সাধারণ সম্পাদক মাহবুব চান্দু সহ দুই প্রেসক্লাবের সাংবাদিকরা।