1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন

মুক্তিযুদ্ধাকে অবমাননা-মানববন্ধনে পুলিশের বাধা 

মোরশেদ আলম পটিয়া প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১
মোরশেদ আলম পটিয়া প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদকে হত্যার হুমকিদাতা হুইপ সামশুল হক চৌধুরীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মুক্তিযুদ্ধা সন্তান পরিবারের পক্ষ থেকে বহিষ্কার এবং সংসদ সদস্য পদ শূন্য ঘোষণাসহ দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধা সন্তান পরিবার।শনিবার ( ৫ জুন) বিকেল সোয়া ৪টায় পটিয়া পৌরসভা  বাস স্টেশন সংলগ্ন আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি।সমাবেশে মুক্তিযুদ্ধ সন্তান পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও সংগ্রাম কমিটির সভাপতি ও পটিয়া পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক ডি এম জমির উদ্দিন  ভাই বললেন,  হুইপ সামশুল হকের মতো কিছু ‘কুলাঙ্গারের’ জন্য বর্তমান সরকারের সমস্ত অর্জন ম্লান হয়ে যাচ্ছে। সামশুল হককে গ্রেফতারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি।যদি সামশুল হককে গ্রেফতার করা না হয়, তার সংসদ সদস্য পদ যদি বাতিল না করা হয়, তাহলে আগামীতে আমরা আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। প্রয়োজন হলে আমরা সারা বাংলাদেশে একযোগে কর্মসূচি ঘোষণা করব।তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের যেভাবে হয়রানি করা হচ্ছে, এর পেছনে যারা রয়েছে, হুইপ সমশুল হকসহ তার পুত্রকে যদি আইনের আওতায় আনা না হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাহলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটবে।মুক্তিযুদ্ধ সন্তান পরিবারের পক্ষে থেকে আরও বলেন, বাংলাদেশে বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনার সরকার রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমস্ত সফলতা এবং অর্জন ম্লান করে দেওয়ার জন্য বিএনপি এবং জামায়াত থেকে আসা এইসব সামশুল হকদের প্রতিহত করবে মুক্তিযুদ্ধ সন্তান পরিবার হুইপপুত্র শারুনের কথা উল্লেখ করে ডি এম জমির উদ্দিন ভাই বলেন, আমরা দেখেছি এই শারুন এ কে ফরটি সেভেন নিয়ে গুলি করছে, সেই ভিডিও ভাইরাল হয়েছিল। কিন্তু বাংলাদেশের প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেদিকে নজর দেয়নি। শারুন হকরা ত্রাসের রাজত্ব কায়েম করে গেছে। পটিয়া বীর মুক্তিযোদ্ধাদের নির্যাতনের জন্য একটি অভয়ারণ্যে পরিণত হয়েছে। সরকারকে বীর মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।তিনি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি পটিয়ায় মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ছিলেন, সেই মুক্তিযোদ্ধাকে তিনি (হুইপ সামশুল) হত্যার হুমকি দিয়েছেন। তাকে লুঙ্গি খুলে পেটানোর হুমকি দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। সরকারকে বলতে চাই, আপনারা যদি এসব কুলাঙ্গার, দুর্নীতিবাজ এবং মানব পাচারকারীদের শায়েস্তা করতে না পারেন, বাংলাদেশের জনগণ আপনাদের প্রত্যাখ্যান করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা বলতে চাই, এসব হারুনদের দায়িত্ব যেন বাংলাদেশ আওয়ামী লীগ না নেয়। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এসব শারুনদের ঘাড় ধরে বিতাড়িত করুন। অন্যথায় সাধারণ জনগণ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নেবে।  হুইপ শামসুল হককে আইনের আওতায় আনতে হবে, না হলে মুক্তিযুদ্ধ সন্তান এবং  পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগ ছাত্রলীগ  সারা বাংলাদেশে একযোগে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে। যারা সামশুল হকদের মতো মানবপাচারকারী, দুর্নীতিবাজ, জনবিচ্ছিন্ন সংসদ সদস্য রয়েছে, যারা আওয়ামী লীগ ছাত্রলীগ এবং মুক্তিযোদ্ধাদের নির্যাতনকারী রয়েছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ছাত্রলীগ মুক্তিযুদ্ধা সন্তান পরিবার সহ সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে এক হয়ে রাস্তায় নামবে।মুক্তিযোদ্ধা কমান্ডারকে লুঙ্গি খুলে পেটানোর হুমকি হুইপের, ১০ বছরে হুইপ শামসুলের সম্পদ বেড়ে ১৫০০ গুণ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনার মন খারাপ দেখলে আমাদের মন বিশন খারাপ লাগে আপনার মনে হাসি দেখলে আমাদের মনে হাসি লাগে, ১৩ বছর যাবত অবৈধভাবে যাঁরা লুটপাট করে নিজেদের আখের গুছিয়েছেন, তাঁরা কখনো, আপনার জন্য মরবে না,তারা কানাডা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড অভিজাত টাকার মালিক হয়েছেন।নেএী আপনার চোখের পানি দেখলে আমরা, আমরা রাজপথে মরার জন্য প্রস্তুত।কিন্তু আজকে ১৩ বছর পটিয়া তৃনমুলের কান্নার আওয়াজ আপনার বঙ্গভবনে পৌছায় নাই। যদি এক সপ্তাহের মধ্যে এই মুক্তিযোদ্ধার কমান্ডারের অপমানের বিচার না হয়, সেই বিচার করবো পটিয়া উপজেলা তৃণমূল। নেত্রী আপনার সর্ম্মানে আমরা তাকে ধাওয়া করি না।সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্র নেতা, দেশরন্ত পরিশোধের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সাবেক ছাত্র নেতা, গোলাম হোসেন অভি, হাসান শরিফ, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম, সাবেক ছাত্র নেতা সুজন বড়ুয়া,  ওবায়দুল কাদের, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সহ সম্পাদক মীর হোসেন, কাওছার, কেন্দ্রীয় তৃণমূল আওয়ামী লীগের সহ সভাপতি বেলাল শরিফ,পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক, ওবায়দুল্লা চৌধুরী সুমন, আনিস, মাহবু  বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা যুগ্ম সাধারণ সম্পাদক এন এস হৃদয়, অর্থ সাম্পাদক শাকিব, মুক্তিযুদ্ধা সন্তান মহিউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি আসাদ, সাবেক ছাত্র নেতা মনির, মোহাম্মদ মহিম, আবদুল আউয়াল, সাবেক ছাত্র নেতা আজিজুল হক, সাইফুউদ্দিন ভোলা, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন, নজরুল, সাইফুল ইসলাম জুয়েল মোঃ ইলিয়াস, রিফাত, দিহান,ইরাজ,সৈয়দ নুর, সেচ্ছাসেবক লীগ নেতা আজম, শহিদুল ইসলাম, রায়াহান, বাবু, মোহাম্মদ সোহেল,বাছেক,আরও উপস্থিত ছিলেন  আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ সহ অনন্য নেতৃবৃন্দ।
Facebook Comments
১৯৪ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি