আজিজুল ইসলাম বিশেষ প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নিমুরিয়া জগীর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন পাকা রাস্তা থেকে একজনকে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। এ সময় ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ নির্দেশে এ অভিযান পরিচালনা করেন মো. ঈসমাইল (এএসআই(নিঃ)গতকাল বৃহস্পতিবার (১০ জুন) দুপুর ২.৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছা উপজেলার নিমুরিয়া জগীর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন পাকা রাস্তার কাছে অভিযান চালানো হয়। সেখান থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ওই একজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত হলেন, মুক্তাগাছা নগরীর ছাপান্ন প্রহর এলাকার চিন্ময় গোষামীর ছেলে রুপময় গোষামী ওরফে ঝুটন ঘোষাই (৪২)। তিনি আন্তঃজেলা মাদক ব্যবসায়ী কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে টাঙ্গাইল জেলার সদর থানায় মাদক মামলা নং-৩৮(১০)১৫ এবং মুক্তাগাছা থানায় মাদক মামলা নং-১২(১২)১১।এ দুটি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।গ্রেফতারকৃতের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।