বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ
পুলিশে ৩৯ বছর সুনামের সাথে চাকুরী শেষে ফরিদপুরের সালথা থানা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন বকশী এইচ এম ফিরোজ। মঙ্গলবার
দুপুরে তার শেষ কর্মস্থল সালথা থানা চত্তরে তাকে বিদায় সংবর্ধণা দেওয়া হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ`র সভাপতিত্বে বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সালথা থানার তদন্ত ওসি সুব্রত গোলদার, এস.আই শহীদুল ইসলাম, মিজানুর রহমান,
আব্দুল্লাহ আজিজ, মোজাম্মেল হোসেন, তাজুল ইসলাম, এএসআই মোবারক হোসেন, ইমেজুল সিকদারসহ সকল পুলিশ অফিসার ও সদস্যবৃন্দ।
উল্লেখ্য, এইচএম ফিরোজ ১৯৮২ ইং সালে বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে চাকুরীতে যোগদান করেন। তিনি দেশের বিভিন্ন এলাকায় সুনামের সাথে চাকুরী করেছেন। গত দুই বছর আগে তিনি সালথা
থানায় বকশী হিসেবে চাকুরী করে তার চাকুরীর মেয়াদ শেষ করেছেন। সালথা থানায় তিনি সকল মানুষের কাছে একজন প্রিয় ব্যাক্তি ছিলেন। বিদায়কালে সালথা থানা পুলিশের অফিসার ও সদস্যবৃন্দ তার মঙ্গল কামনা করেছেন।