মো: সোহেল মাদারীপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
মাদারীপুরে কঠোর লকডাউন বাস্তবায়নে এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট রেক্সোনা খাতুনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে যাত্রী পরিবহন মনিটরিং ও জরিমানা আদায় করা হয়েছে।আজ রবিবার মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ভুরঘাটা বাসষ্ট্যান্ড এলাকায় করানো ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে সড়কে প্রচুর লোকের চাপ লক্ষ্য করা যায়। এ সময় অ্যাম্বুলেন্সগুলোতে রোগী পরিবহন ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে কিনা, ব্যক্তিগত প্রাইভেটকারগুলো ও পিকআপগুলো যাত্রী পরিবহন করছে কিনা ইত্যাদি বিষয়গুলো মনিটরিং করা হয়। এছাড়া সড়কে অবৈধ যান নিয়ন্ত্রণ এবং সকলকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। এসময় পাঁচটি মামলায় মোট ৫৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।