এস এম শিমুল রানা, মাগুরা প্রতিনিধি: আজ ১৫ ই মে ২০২২ ইং রোজ রবিবার, সকাল সাড়ে দশটার দিকে মাগুরা ইসলামপুর পাড়ায় অবস্থিত জাতীয়তাবাদী দল বিএনপির অস্থায়ী কার্যালয়ে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি এবং দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে, বিক্ষোভ, মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।এসময় কড়া পুলিশ পাহারার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাগুরা জেলার সকল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাগুরা জেলা বিএনপি’র আহবায়ক জনাব মোঃ আলী আহাম্মেদ।প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রিয় নেতা জয়নুল আবেদীন ফারুক, সদস্য ,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ্যাড. শ্রী নিতাই রায় চৌধরী, মাগুরা জেলা বিএনপিরর অন্যতম নেতা গরীবের বন্ধু বিশিষ্ট সমাজ সেবক মনোয়ার হোসেন খাঁন।বিএনপির সিনিয়র জেলা সদস্য সচীব আকতারুজ্জামান।জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন প্রমুখ। এ ছাড়া উপিস্থিত ছিলেন,জেলা বিএনপির কনিষ্ট যুগ্ন আহ্বায়ক এ্যাড পিযুজ রায় চৌধরী, সদর থানা বিএনপির আহবায়ক এ্যড সাখাওয়াত হোসেন, সাধারন সম্পাদক কুতুব উদ্দিন, যুবদল সভাপতি আশিকুর রহমান কল্লোল, গোলাম জাহিদ ,জেলা উপজেলার বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।অনুষ্ঠান চলাকালীন সময় পুলিশ এবং বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হলে একপর্যায়ে অনুষ্ঠান পন্ড হয়ে যায় গন্ডগোল বেধে যায়।এরপর মিছিল এবং স্লোগানের মধ্য দিয়ে বের হয়ে যায় বিএনপির নেতাকর্মীরএ সময় মাগুরা জেলা যুবদলের সংগ্রামী সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল গুরুতর আহত হয়, এবং জেলা ছাত্রদলের বার বার কারা নির্যাতীত সভাপতি মোঃ আব্দুর রহিম-কে গ্রেফতার করা হয়। ওয়াশিকুর রহমান কল্লোল মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হবার কারনে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।
.