এম, নুরুননবী চৌধুরী সেলিম, মনোহরগঞ্জ, কুমিল্লা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
কুমিল্লা মনোহরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে খোকন মিয়া নামে (৫৫) এক দিনমজুরের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর তিন টার সময় উপজেলার দক্ষিন ঝলম ইউনিয়ন সাতপুকুরিয়া গ্রামে। নিহত খোকন মিয়া ওই গ্রামের ইসমাইল মিয়ার ছেলে ও চৌকিদার আতর মিয়ার ভাতিজা। ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী রুহুল আমীন জানান, সাতপুকুরিয়া গ্রামে একটি নতুন বাড়ীতে স্ত্রী ও চার ছেলে দুই মেয়ে নিয়ে বসবাস করতেন খোকন মিয়া সে একজন দিনমজুর। আজ শনিবার বৃষ্টি সময় দুপুরে দিকে বাড়ীর থেকে গরু আনতে মাঠে যান তিনি। গরু নিয়ে আসার সময় বাড়ির সামনে মাটিতে পড়ে থাকায় বিদ্যুৎ তারে স্পৃষ্ট হয়। এসময় তিনি তারে বিদ্যুতায়িত হয়ে কাপতে থাকেন। তিনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। তিনি আরও জানান যে তারে স্পষ্ট হয়েছিল সেই বিদ্যুৎ তার তাদের বাড়ীর সংযোগ দেওয়া। গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ তারটি মাটিতে পড়ে থাকে। খোকন মিয়া ওই তারে স্পষ্ট হয়ে মারা যায়। এ ঘটনা সত্যতা নিশ্চিত করেন মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির। এ বিষয় মনোহরগুন্জ পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম নজরুল ইসলাম মোল্লা মুঠোফোনে বলেন, ওই এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কেউ মৃত্যু হয়েছে কি-না আমি জানিনা তবে আমি খবর নিচ্ছি।