নুরুননবী চৌধুরী সেলিম কুমিল্লা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ৪ নং ঝলম উঃ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন যুবলীগের প্রভাবশালী নেতা আবদুর রহিম মেম্বার কে নৃশংস ভাবে চুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাশ্ববর্তী ১০ আনী বাড়ির মৃত সিরাজুল হকের ছেলে রহমত আলী।সকাল সাড়ে ৮ টার দিকে রহিম মেম্বার বাজারে আসার পথ পূর্বে থেকে ওতপেতে থাকা রহমত আলী এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে রাস্তার পাশ্বে পেলে দেয়। চিৎকার শুনে লোকজন এসে তাকে উদ্দার করে হাসপাতালের উদ্দেশ্যে নেওয়ার পথে পাশ্ববর্তি ভাঁটগাও গ্রামের মাঝামাঝি আসলে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। খুনি রহমত আলী কে গ্রেফতার করেছে মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল আলম ও সঙ্গীয় ফোর্স।পুকুর লিজ সংক্রান্ত বিষয়ে রহিমের সাথে রহমত আলীর বিরোধ ছিলো বলে জানিয়েছেন ইউ আই সি উদ্দোক্তা আবদুর রহমান।নিহত আঃ রহিম একই গ্রামের জায়েদ আলীর ছেলে।