জুলফিকার আলি ,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে বজ্রপাতে আব্দুল বারেক মিয়া (৬৫) নামে এক কৃষক মারা গেছেন। শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার শশিভূষণ থানার জাহানপুর ইউনিয়নের সূর্য খালি নামক স্থানে বজ্রপাতে নিহতের ঘটনা ঘটে। নিহত কৃষকের বাড়ি জাহানপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা যায় সকালে বৃষ্টির মধ্যে মাঠে গরু চড়াতে গেলে বজ্রপাতে গুরুতর জখম হয়ে মাঠে লুটে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শশীভূষণ থানা পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।