শাহ আলম গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের তিনটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা উপহার হিসেবে আম পাঠিয়েছেন। সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে এসব আম পৌঁছে গেছে ভারতে। আজ বুধবার বেলা ১টার দিকে এসব আম পাঠানো হয়। তামাবিলে আমের কার্টনগুলো গ্রহণ করেন আসামের গৌহাটিস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার তানভির মনুসর। তিনি ওই তিনটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে উপহারের আম পৌঁছে দেবেন।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের আসাম, মেঘালয় ও মিজোরামের তিন মুখ্যমন্ত্রীকে মৌসুমী ফল আম পাঠিয়েছেন। উপহার হিসেবে ১২০ কার্টন আম পাঠানো হয়েছে। প্রতিটি কার্টনে ১০ কেজি করে আম আছে। সবমিলিয়ে ১২০০ কেজি আম পাঠানো হয়েছে। উপহারের আম ভারতে পাঠানোর সময় তামাবিল স্থলবন্দরে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, কাস্টমস কর্মকর্তা, বিজিবি, পুলিশ ও ভারতের বিএসএফের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে বিভিন্ন দেশে উপহার হিসেবে আম পাঠাচ্ছেন। এর আগে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নেপালের প্রধানমন্ত্রী, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, ত্রিপুরার বিপ্লব কুমার দেবের জন্য ‘হাঁড়িভাঙা’ আম উপহার পাঠান।