মুকুল বোস,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকারচর গ্রামে এক গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। ওই গ্রামের রাজিব মোল্যার বিরুদ্ধে। এ ঘটনায় মহিলার স্বামী মঙ্গলবার রাতে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মহিলার স্বামী কৃষি ও দিন মুজুরি কাজ করার সুবাদে অধিকাংশ সময় বাড়ির বাহিরে থাকে। এই সুযোগে লংকারচর গ্রামের হাফিজার মোল্যার ছেলে মো. রাজিব মোল্যা (৩০) উক্ত মহিলাকে কুপ্রস্তাব দিত। মঙ্গলবার (১৬.৩.২১) সন্ধ্যা সাড়ে ছয়টায় ঘরে প্রবেশ করে মহিলাকে কুপ্রস্তাব দেয়। তখনই মহিলার স্বামী ঘরে প্রবেশ করিয়া রাজিবকে দেখতে পায়। তখন রাজিব তাকে কিল ঘুষি মারিয়া বাড়ি থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে কাউকে কিছু জানালে তাদেরকে জীবন নাশের হুমকি দেয়।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করার জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।