মোঃপলাশ মাহমুদ,বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্তবর্তী বালুন্ডা গ্রাম থেকে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ১ জনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি চৌকস টিম।
সোমবার (২২ই মার্চ) রাত ১২:৩০ মিনিটে বেনাপোল পোর্ট থানার এসআই মোঃ মোস্তাফিজুর তার সংগীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের উত্তরপাড়া মাঠের মধ্যে নুরু মোড়লেরর ডিপকলের সামনে হতে ১০০ বোতল ফেন্সিডিল সহ ১ জনকে হাতেনাতে আটক করেন। আটকৃক আসামী মোঃ মনিরুল ইসলাম (১৯) পিতা- মো: শরবত আলী, মাতা- মোছা: পারভীনা বেগম, গ্রামঃ কৃষ্ণপুর বারপোতা, থানা- বেনাপোল পোর্ট, জেলা:- যশোর। আটককৃত আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদে আমরা জানতে পারি বেনাপোল বালুন্ডা গ্রামের মাঠ দিয়ে মাদকের একটি চালান যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল সহ এক জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটক মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে, মামলা নং৪৬, আগামীকাল যশোর বিজ্ঞ আদালতো আসামীকে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।