অলি আহমেদ বেতাগী প্রতিনিধিঃ ‘আশ্রায়নের অধিকার শেখ হাসিনার উপহার’ এ শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বেতাগীতে ‘ভূমিহীন ও গৃহহীনদের’ জন্য নির্মিত হচ্ছে ‘স্বপ্নের ণীড়’। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে প্রথম পর্যায় গৃহহীনদের’ মাঝে গৃহ হস্তান্তর করবেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় সুত্রে জানা গেছে, উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে তৈরি হওয়া ১২টি গৃহহীন পরিবারের মুখে হাসি ফুটেছে। আধূনিক সুযোগ সুবিধা সম্বলিত দুই কক্ষের সেমিপাকা প্রতিটি ঘরের জন্য ১ লাখ ৭১ হাজার টাকা খরচ ধরে এর নির্মান কাজ চলমান রয়েছে। আগামী ১৫ জানুয়ারীর মধ্যে গৃহহীনদের’ মধ্যে বিনামূল্যে দুর্যোগ সহনীয় গৃহ বরাদ্দ দেওয়া হবে। নির্মাণাধীন ঘর গুলো সার্বিকভাবে তদারকি করছেন ইউএনও, তাকে সহযোগিতা দিচ্ছেন এসিল্যান্ড ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
উপজেলা নির্বাহী অফিসার সুহৃদ সালেহীন জানান, সরকার কর্তৃক প্রদেয় এ প্রকল্প অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পথে। প্রকৃত ‘ভূমিহীন ও গৃহহীনরাই পবেন। ঘর বরাদ্দে কোন ধরনের অনৈতিক ও সুযোগ-সুবিধা না নিতে পারে সে জন্য সঠিকভাবে তদারকি করা হচ্ছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অল্প কয়েকদিনের মধ্যেই অসহায় পরিবারগুলোর মাঝে হস্তান্তর করা হবে ঘরের চাবি। এর ফলে পরিবারগুলো পাবে সামাজিক মর্যাদা ও নতুন ঠিকানা। এর ফলে পরিবারগুলো পাবে সামাজিক মর্যাদা ও নতুন ঠিকানা।