রবিউল হাসান রাজিব ফরিদপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ফরিদপুর বর্ধিত পৌরসভার কোমরপুরের বীর মুক্তিযোদ্ধা লতিফ মোল্লা (৭০) না ফেরার দেশে পাড়ি দিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।৫ই নভেম্বর শুক্রবার দুপুরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা দুই নাতি- দুই নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।এ সময় ফরিদপুরের সহকারী কমিশনার (ম্যাজিষ্ট্রেট) আসাদুজ্জামান গার্ড অব অনার কার্যক্রমে উপস্থিত ছিলেন।কোতোয়ালি ওসি (অপারেশন) মোঃ আব্দুল গাফফার এর নেতৃত্বে এস আই লাল মিয়ার টিম গার্ড অব অনার প্রদান করেন।এ সময় পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খান মাহবুব-এ-খোদা, জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান মুরাদ, সদর উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন ফকির, সদর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দিন মোল্লা, সদর উপজেলার সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা ওলিয়ার রহমানসহ স্থানীয় ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বাদ এশা কোমরপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
১৯ views