জাতীয় দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে মানুষ হত্যা ও সেনাবাহিনী কে ম্যাজিস্ট্রেসী ক্ষমতা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ৫ দলীয় বাম জোট।ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে মানুষ হত্যা ও সেনাবাহিনী কে ম্যাজিস্ট্রেসী ক্ষমতা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ৫ দলীয় বাম জোট । জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্র এর সাধারন সম্পাদক বিধান দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সভাপতি এম এ সামাদ, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান, সোস্যালিস্ট পার্টির সভাপতি শাহীন আহমেদ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)সভাপতি তালেবুল ইসলাম ও সমতা পার্টির সভাপতি সামছুল হক এক যুক্ত বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করেন । নেতৃবৃন্দ উল্লেখ করেন পিটিয়ে মানুষ হত্যা কান্ডের পরে ও রাষ্ট্রের পক্ষ থেকে কোন কার্যকর উদ্যোগ লক্ষ্য করা যায় নি । অবিলম্বে হত্যা কারী দের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান । নেতৃবৃন্দ সেনাবাহিনী কে ম্যাজিস্ট্রেসী ক্ষমতা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন । তারা উল্লেখ করেন দীর্ঘদিনের ফ্যাসিবাদী দুঃশাসন হটানোর সংগ্রামে মানুষ জীবন দিয়েছে গণতান্ত্রিক শাসন কায়েম করতে । কিন্তু দুর্নীতি, দুঃশাসন , অপরাজনীতি রোধ করতে শুধু ব্যক্তির পরিবর্তন কোন সুফল পাওয়া যাবে না । ব্যবস্থা বদলের উদ্যোগ গ্রহণ করতে হবে । নেতৃবৃন্দ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙ্গে অসাধু ব্যবসায়ী, টাকা পাচার কারী দের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান ।