বিনোদন ডেস্ক :রুদ্রনীল ঘোষ, যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়ের পর এবার গেরুয়া শিবিরে পরবর্তী নাম হতে চলেছেন ‘ইন্ডাস্ট্রির’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? টলিউড থেকে রাজনৈতিক মহলে এখন চলছে এই নিয়েই গুঞ্জন। অবশেষে এই প্রশ্নের উত্তর দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে।
কিছুদিন ধরেই সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল একটি ছবি, বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলীর হাত থেকে ‘অমিত শাহ অ্যান্ড দ্য মার্চ অফ বিজেপি’ বইটি হাসিমুখে গ্রহণ করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর তারপর থেকেই বেশিরভাগ মানুষ ভাবতে শুরু করেছেন এবার হয়তো রঙ বদলাবেন এই প্রবীণ অভিনেতাও। শুধু তাই নয় বহু অভিনেতা-অভিনেত্রীও সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে করেছেন নানান মন্তব্য।
শ্রীলেখা মিত্রের কথায়, শিল্পীরা নয় তথাকথিত সেলেবদের সেল চলছে অর্থাৎ তাঁরা বিক্রি হচ্ছেন। জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায়, সব অভিনেতারা পাল্টিবাজ নন। এভাবে অনেকেই সরাসরি বা ঘুরিয়ে নানান মন্তব্য করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই বিশেষ ছবি ভাইরাল হওয়ার পর।