মোঃ মাসুম মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বালিগাঁও আমজাদ আলী কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।গতকাল সোমবার সকালে বালিগাঁও আমজাদ আলী কলেজ মাঠে এবং ইউনিয়নের বিভিন্ন স্থানে ১০টি পেয়ারা গাছ, ২০টি আকাশ মনি এবং ১৫টি মেহগনি গাছের চারা রোপণ করা হয়।এসময় সেখানে উপস্থিত ছিলেন বালিগাঁও আমজাদ আলী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আবির হোসেন, জয়েন্ট সেক্রেটারি সিয়াম মুন্সি, আইন বিষয়ক সম্পাদক মোঃ মাহিন শেখ, সদস্য মোঃ মাহফুজ হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ, মোঃ শান্ত প্রমূখ।বালিগাঁও আমজাদ আলী কলেজ ছাত্রলীগের সভাপতি আবির হোসেন জানান, পরিবেশ ভারসাম্য বজায় রাখতে গাছের বিকল্প নেই। আমরা কলেজে, স্কুলে, এবং রাস্তার দুই পার্শে বৃক্ষরোপণ করেছি যাতে করে পথিক, এলাকাবাসী এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা তার সুফল ভোগ করতে পারে।