দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট :বাংলাদেশ জাসদের সাথে ৫ দলীয় বাম জোট নেতৃবৃন্দের দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্হিতি নিয়ে মত বিনিময়।আজ ২৮ নভেম্বর ২০২৩ মংগলবার বিকেলে বাংলাদেশ জাসদের শিশু কল্যান ভবনস্হ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাসদের সাথে ৫ দলীয় বাম জোটের মত বিনিময় বৈঠক অনুস্ঠিত হয় এতে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ এন আম্বিয়া ৫ দলীয় বাম জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান জোটের শরীক দল বাংলাদেশের কমিউনিস্ট কেন্দ্র এর সাধারণ সম্পাদক কমরেড বিধান দাস, বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড সাহীন আহমেদ, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি (মাওবাদী)র সভাপতি কমরেড আলমগীর হোসেন, বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী)র সভাপতি কমরেড গিয়াসউদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।