শামিম, বরিশাল প্রতিনিধি :বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নিজ উদ্যোগে আজ ৪ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বরিশালের উদ্যোগে সুন্দরবন নেভিগেশন গ্রুপ ও সুরভী গ্রুপ অব কোম্পানি এর সৌজন্যে দুস্থ অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বরিশাল সদর সাইদুর রহমান রিন্টু, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, ব্যবস্থাপনা পরিচালক সুরভী গ্রুপ অব কোম্পানি রিয়াজ উল কবির, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এসময় সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক দুস্থ অসহায় নারীদের মাঝে ১৫ টি সেলাই মেশিন বিতরণ করেন।