পলাশ, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা (৩২) কে ৩৫ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করেছে বগুড়া ডিবি পুলিশের একটি দল। ১৯ ডিসেম্বর ২০২১ রবিবার রাতে সারিয়াকান্দি পৌর এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ৩৫গ্রাম হেরোইন উদ্ধার করে ডিবি পুলিশ। সে উপজেলার কাজলা ইউনিয়নের চর ঘাগুয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওমর মোল্লার নাতি। এছাড়াও সে ঐ ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদকের দায়িত্বে আছেন। সে দীর্ঘদিন যাবত কৌশলে এই মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।