
সারিয়াকান্দি ( বগুড়া )  সারিয়াকান্দি সরকারী খাদ্য গুদামে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সারিয়াকান্দি সরকারী খাদ্য গুদামে ফিতা কেটে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন, সারিয়াকান্দি উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কে এম রাফিউল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক  দেওয়ান আতিকুর রহমান, ওসি. এল. এস. ডি.  এস এম গোলাম রব্বানী, চালকল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু প্রমুখ। এ বিষয়ে উপজেলার খাদ্য নিয়ন্ত্রক গণমাধ্যমকে বলেন, চলতি মৌসুমে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহের আওতায় এই উপজেলায় ১হাজার ৯৬ মেট্রিক টন বোরো ধান, ২ হাজার ৯৯ মেট্রিক টন চাল ও ২’শ১৩ মেট্রিক টন গম সরাসরি কৃষকের নিকট থেকে ক্রয় করা হবে। তিনি আরো বলেন, ৩০ টাকা কেজি দরে ধান, ৪৪ টাকা কেজি দরে চাল ও ৩৫ টাকা কেজি দরে গম সংগ্রহ করা হবে। মোট মিলার সংখ্যা ৭০জন।
                     
                    
                    
                    
	
				
		no views