মোঃ নূর ইসলাম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ”শীতবস্ত্র করুন দান, কষ্টের হোক অবসান।” এই স্লোগানকে সামনে রেখে ফুলবাড়ী সরকারি কলেজ রোভার স্কাউট দলের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সোমবার (১ফেব্রুয়ারি) দুপুরে ফুলবাড়ী উপজেলার বিজিবি ক্যাম্প, ফুলবাড়ী পৌর এলাকা ও ফুলবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণকৃত শীতবস্ত্রের মধ্যে কম্বল, গেঞ্জি ও পাঞ্জাবি রয়েছে। দিনাজপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সার্বিক সহযোগিতায় ফুলবাড়ী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যরা নির্ধারিত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র সংগ্রহ এবং অসহায় শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন।
দিনাজপুর জেলা স্কাউটের রোভারমেট শাকিরুল ইসলাম বলেন, শৈত্যপ্রবাহে দিনাজপুরসহ সমগ্র উত্তরাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানবিক সংগঠন রোভার স্কাউট তার সাধ্যমত চেষ্টা করছে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে। সমাজের বিত্তবানদেরও এ মহৎ কাজে সম্পৃক্ত করতে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র সংগ্রহ করছি। একই ভাবে নিম্ন আয়ের, শীতার্ত অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছি।
উক্ত শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন ফুলবাড়ী রোভার স্কাউটের আরএসএল মোঃ জসীম উদ্দিন, দিনাজপুর জেলা রোভার স্কাউটের সম্পাদক মোঃ জহুরুল হক, ফুলবাড়ী সরকারি কলেজ সিনিয়র রোভারমেট মোঃ সরল হোসেন সহ ফুলবাড়ী সরকারি কলেজ রোভার স্কাউট দলের প্রায় ২৫ সদস্য।