আজিজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের উন্নয়ন ও সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় ফুলবাড়ীয়া পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। উক্ত মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফোনে অডিও কলে ছিলেন জনাব, আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট, জাতীয় সংসদ সদস্য-১৫১, ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আশরাফুল সিদ্দিক।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মালেক সরকার, ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন (শর), জেলা পরিষদ সদস্য ফারজানা শারমীন বিউটি, খামারী ওয়াদুদু আকন্দ দুদুসহ প্রমুখ। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা: মো: মিজানুর রহমান।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান বলেন, “ প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায়, প্রানিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো প্রানিসম্পদ প্রদর্শনীর আয়োজন হচ্ছে।