শেখ তোফাজ্জেল হোসেন, খুলনা সিটি প্রতিনিধিঃ বুধবার দুপুর পৌনে ২টায় যশোর-খুলনা মহাসড়কের ফুলতলা এ গফুর মেমোরিয়াল হাসপাতালের সামনে খুলনাগামী ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে সাথী বেগম (২৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয় এবং তার স্বামি আশরাফুল মল্লিক আহত হয়েছেন। তারা ফুলতলার দামোদর নতুনহাট এলাকার বাসিন্দা। পুলিশ ও এলাকাবাসি জানায় সাথী বেগম ও তার স্বামী দু’জনে অসুস্থ বোনকে দেখতে ফুলতলার ঐ হাসপাতালে যাওয়ার জন্য সড়ক অতিক্র করছিলেন । এ সময় খুলনাগামী বালু বহনকারী ডাম্পট্রাক (যশোর ট ১১- ৪৬৯৬) নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। সাথী বেগম ঘটনাস্থলে নিহত হন, গুরুতর আহত স্বামী আশরাফুল মল্লিককে স্থনিয়রা ফুলতলা হাসপাতালে ভর্তি করেন। পেশায় তিনি আরএফএল কোম্পানির গাড়ির চালক । হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মাহমুদ জানান, এলাকাবাসির সহযোগিতায় ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে ফুলতলা থানা হেফাজতে রাখা হয়েছে । চালক যশোরের খোলাডাঙ্গা গ্রামের মৃত আহম্মেদ এর পুত্র শুকুর আলী (২৫) এবং হেলপার একই এলাকার নজরুল ইসলাম এর পুত্র মোঃ আশিকুল ইসলাম (২৩)। এ ঘটনায় থানায় অপমূত্যু মামলা হয়েছে ।