সাখওয়াত ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভাঙ্গা উপজেলা শাখার আয়োজনে আলগী ইউনিয়নের কমিটি গঠনের উদ্দেশ্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৫ টায় ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভাঙ্গা উপজেলা শাখার আয়োজনে আলগী ইউনিয়নের কমিটি গঠনের উদ্দেশ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত এ.এস.পি মো. ইমারত হোসেন।উপস্থিত ছিলেন উপজেলা আলগী ইউনিয়নের স্বনামধন্য পুলিশ বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দীন মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, বীর পুত্র আবুল হাসান, বীর পুত্র সাইফুল ইসলাম সবুজ সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।এছাড়াও আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের অনেক বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা।এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভাঙ্গা উপজেলা শাখার আহবায়ক এ.টি.এম.ফরহাদ নান্নু, পরিচালনা করেন সদস্য সচিব মো. মাহাবুবুর রহমান টিটো। উক্ত অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভাঙ্গা উপজেলা শাখার যুগ্ন আহবায়ক ডা. হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন (এমএসএস)।