1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন

ফরিদপুরে ইউনিয়ন পরিষদে গণটিকার কার্যক্রম শুরু

ফরিদপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : শনিবার, ৭ আগস্ট, ২০২১
ফরিদপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে, সমগ্র বাংলাদেশে ৭ আগস্ট হতে গন টীকা দেওয়ার অংশ হিসেবে ফরিদপুর সদর উপজেলার ৯নং কানাইপুর ইউনিয়ন পরিষদে টিকাদান কর্মসূচিতে প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার ছিলেন। ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান এ টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন।ফরিদপুরে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা কার্যক্রম চলমান রয়েছে। আজ শনিবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে নারী পুরুষেরা টিকা দিতে কেন্দ্রে আসছেন। টিকাদানের প্রথম দিনে কানাইপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন কেন্দ্রে টিকা গ্রহিতাদের ভীড় ছিল চোখে পড়ার মতো। ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়নে প্রথম দফায় ৭ হাজার দুইশত ব্যক্তিকে টিকা কার্যক্রমের আওতায় আনা হয়েছে।বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক নারী পুরুষ, প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার ভিক্তিতে করোনার এ টিকা দেওয়া হচ্ছে। যারা ভোটার আইডি কার্ড নিয়ে টিকা কেন্দ্রে আসছেন তাদের টিকা দেওয়া হচ্ছে। এছাড়াও যারা রেজিষ্ট্রেশন করেছেন তাদেরও এ টিকাদান কার্যক্রমের আওতায় আনা হয়েছে।র্যায়ক্রমে প্রত্যেকটি ইউনিয়নে ২৫ বছরের উর্ধ্বে নারী পুরুষ সবাই টিকা কার্যক্রমের আওতায় আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। টিকাদান কেন্দ্রে টিকা গ্রহিতাদের ভীড় রয়েছে চোখে পড়ার মতো। অনেকেই জানিয়েছেন, টিকা নিতে তাদের কোন অসুবিধা হয়নি।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা বলেন, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী বিনামূল্যে এই গণটিকা কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রীর এক সময়োপযোগী মানবিক পদক্ষেপ। আজ একদিনেই আমরা ১২ টি ইউনিয়নের ৭২০০ মানুষকে এই টিকা প্রদান করতে সক্ষম হয়েছি। টিকা প্রদানে আমরা প্রধান্য দিয়েছি বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক, প্রতিবন্ধী এবং নারীদের। মানুষের মাঝে ব্যাপক উৎসাহ বিদ্যমান এবং আমরা আশাবাদী সকলের সম্মিলিত প্রয়াসে মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতী কার্যক্রমকে  আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারবো।কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন জানান, কানাইপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে প্রথম দিনে ৩টি ওয়ার্ডের ছয়’শ ব্যক্তিকে টিকা দেওয়া হচ্ছে। বাকি দুইদিনে আরো ৬টি ওয়ার্ডের মানুষের মাঝে এ টিকা দেওয়া হবে।চেয়ারম্যান আরো বলেন, প্রধানমন্ত্রীর এক সময়োপযোগী মানবিক পদক্ষেপ গ্রহণে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাধারণ মানুষ টিকা গ্রহণ করছে এবং উপকারভোগীরা প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করেছেন। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে ধন্যবাদ।ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ফরিদপুর পৌরসভায় ১ হাজার ৮শত জনকে এবং জেলার ৯টি উপজেলার ৭৯টি ইউনিয়নে ৬শ করে মোট ৪৭ হাজার ৪শ জনকে এ টিকা দেওয়া হবে। পৌরসভা ও ইউনিয়ন মিলিয়ে মোট প্রায় ৫০ হাজার মানুষকে এ গণটিকা দেওয়া হবে।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসন ফরিদপুর সদর এর পক্ষ থেকে ইউএনও মোঃ মাসুম রেজা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: মাহফুজুর রহমান (বুলু), কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব ভবেস কুমার বিশ্বাস, ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ইউপি সদস্য বৃন্দ, স্বেচ্ছাসেবী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।টিকাদান কর্মসূচি সফল ও শান্তি শৃঙ্খলা বাস্তবায়ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনসার ব্যাটালিয়ন ও ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ দায়িত্ব পালন করছেন।
Facebook Comments
১২ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি