মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় আলগী ইউনিয়নের ঐতিহ্যবাহী হাজী হাশিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে আন্তঃ হাউস ফাইনাল ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ আগষ্ট) বিকেলে হাজী হাশিয়ার রহমান মাধ্যমিক মাঠে এ ফাইনাল ফুটবল টুর্ণামেন্ট অনুষ্টিত হয়।
সেসময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস. এম. হাবিবুর রহমান হাবিব, ভাঙ্গা উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. জালাল উদ্দিন আহমেদ, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়ারুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার প্রহলাদ বিশ্বাস, আলগী ইউপি চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিঞা, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হিমায়েত হোসেন, সাংবাদিক মো. মামুনুর রশীদ, সাংবাদিক সাহাদাৎ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা এবং ধারা বর্ণনায় ছিলেন, সাংবাদিক এ. টি. এম. ফরহাদ নান্নু।অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফারুকুজ্জামান।