জোবায়ের ফারাজী বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে জামায়াতে ইসলামীর ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ জানুয়ারী) রাত ৮টায় উপজেলার লালচন্দ্রপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোস্তাফিজুর রহমান (৪৪), বাবর আলী (৩৮), জাকির হোসেন (৫২), হাবিবুর রহমান ফরাজী (৪১), গাউস শেখ (৪৯), দেলোয়ার শেখ ( ৪০), আকবর আলী বিশ্বাস (৫০), ফরিদ শেখ (৩৮), আব্দুর রহিম গাজী (৩৮), আব্দুর রহমান খান (২৭), মিঠু ফকির (৪০)। আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।