মোরশেদ আলম, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়া মুরগি বহনকারী একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৩০ হাজার ইয়াবা উদ্ধার সহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে পটিয়া থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের উপজেলার কমলমুন্সির হাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পটিয়া উপজেলার চাপড়া গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৮), কুমিল্লার মুরাদনগর থানার গিয়াস উদ্দিনের ছেলে জুলহাস (২৪) ও নোয়াখালী জেলার সেনবাগ থানার বাচ্চু মিয়ার ছেলে স্বপন (২৪)। তাদের মধ্যে দেলোয়ার পিকআপের চালক ও জুলহাস হেলপার বলে জানিয়েছেন পুলিশ।
এব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একটি পিকআপে করে সংঘবদ্ধ মাদক কারবারিরা এ সড়কপথে চট্টগ্রামের দিকে আসবে। তখন তাদের ধরতে সড়কে চেকপোস্ট বসিয়ে মুরগি বহনকারী একটি পিকআপ ভ্যানটি থামানো হয়। তখন আটক তিনজন নেমে পালানোর চেষ্টা করেন। পরে তাদের ধরার পাশাপাশি ওই পিকআপটি তল্লাশি চালিয়ে ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করে আগামীকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানান ওসি রেজাউল।