মোরশেদ আলম, পটিয়া (চট্টগ্রাম)ঃ পটিয়ায় বিয়ের পাঁচ মাসের মাথায় ডলি আকতার (১৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ডলি উপজেলার ছনহরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আবদুর রহমানের স্ত্রী। স্বামী আবদুর রহমান পেশায় একজন রাজমিস্ত্রি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। এসময় ডলি আকতারের স্বামী ও শাশুড়িসহ পরিবারের লোকজন পালিয়ে গেছে ।
এদিকে নিহত গৃহবধূর বাবা আবু তাহের বলেন , বিকেলে তাকে মেয়ের শাশুড়ি ফোন করে বলেন, ডলি মাথা ঘুরে মাটিতে পড়ে গেছেন। এ খবর পেয়ে তিনি মেয়ের শ্বশুর বাড়ি যান। সেখানে গিয়ে দেখেন তার মেয়ে মাটিতে পড়ে আছে। গলায় রশি পেচানোর দাগ।
তিনি আরো জানান, এসময় ডলির স্বামী ও শাশুড়িসহ পরিবারের সবাই পালিয়ে যান। প্রতিবেশীরা জানান, এর আগে তাকে একাধিকবার মারধর করা হয়।
পটিয়া থানার উপ-পরিদর্শক নুরুল আমিন বলেন , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে। তার গলায় রশির আঘাতের চিহ্ন পাওয়া গেলেও ফ্যান বা কোনো কিছুর সাথে রশি পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে রিপোর্ট পেলে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।
এদিকে নিহত গৃহবধূর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার দুপুরে তার বাপের বাড়িতে দাপন করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার বলেন, গৃহবধূর বাবা বাদী হয়ে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমরা পোষ্ট মর্টেমের রির্পোটি পাওয়ার পর আসলে এটি হত্যা না আত্নহত্যা তার উপর নির্ভর করে আইনানুগ ব্যবস্থা নিব।