
মো জহুরুল ইসলাম ,নীলফামারী জেলা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ বন্ধুর বাড়িতে ঈদের দাওয়াত পালন ও উপহার সামগ্রী আনতে গিয়ে যৌন হয়রানির শিকার হলো স্কুল ছাত্রী। রবিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর গ্রামের নিজপাড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে।উক্ত ঘটনাকে কেন্দ্র করে রুবেল ইসলাম নামে একজন কে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ। এবিষয়ে যৌন হয়রানির শিকার ভুক্তভোগী স্কুল ছাত্রীর  কাছ থেকে জানতে চাইলে  তিনি বলেন আমি ও রুবেল  একসাথে পড়াশুনা করি ,আমাদের দুজনের বাসা ও একই স্থানে স্কুল বন্ধ থাকার কারণে আমরা দুজনে একসাথে প্রাইভেট এ যাই সে(রুবেল)  আমার ভালো বন্ধু।রুবেল আমাকে ঈদের দাওয়াত দেয় এবং কি যেন একটা উপহার দিবে বলে সে তার বাসায় আমাকে যেতে বলে। আর আমি তার দাওয়াত পালন করতে গেলে সে তার বাসায় আমাকে একা পেয়ে  বলে ভুক্তভোগী স্কুল ছাত্রী কান্নায় ভেঙ্গে পড়ে। এদিকে উক্ত এলাকার বাসিন্দারা জানান যে  মেয়েটিকে বাড়িতে একা পেয়েছেন বখাটে রুবেল  মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে  কিন্তু  মেয়ে টি চিৎকার শুরু করলে আমরা স্থানীয়  লোকজন ছুটে এসে মেয়েটি কে ধর্ষণের হাত থেকে উদ্ধার করি এবং বখাটে  রুবেল কে আটক করে থানায় দেই। এবিষয়ে সৈয়দপুর থানার ওসি  আবুল হাসনাত খান বলেন আমি খবর পাওয়া মাত্র সেখানে গিয়ে বখাটে রুবেল কে আটক করি এবং তাকে থানায় তার আসি। আর মেয়েটি কে হাসপাতালে ভর্তি করি।
                     
                    
                    
                    
	
				
		no views