মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সাথে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলা নিরাপদ সড়ক চাই শাখা সংগঠনের সাথে রবিবার বিকালে একটি জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে।উক্ত জুম মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সমাজ সেবায় একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব সৈয়দ এহসান উল হক কামাল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও নিসচা টংগিবাড়ী শাখার সভাপতি এম জামাল হোসেন মন্ডল, অনুষ্ঠানের শুরুতে সভাপতি মহোদয় কমিটির সকল সদস্য কে পরিচয় করিয়ে দেন, অতপর নিসচা টংগিবাড়ী উপজেলা শাখা’র ২০২০-২০২১ বর্ষের গত ১৮ মাসের কার্যক্রমের উপর একটি প্রতিবেদন পেশ করবেন । সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ সাইফুর রহমান ২০২১ইং সালের আগামী ছয় মাসের পরিকল্পনা ও সিদ্ধান্তের কথা তুলে ধরেন। নিমতলীতে সড়ক দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রীজ নির্মাণের জোর দাবি ও জেলার বিভিন্ন স্থানে আইলেনার স্থাপনা এবং রঙ দেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।নিসচা টংগিবাড়ী শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন। সহ সাধারণ সম্পাদক মোঃ মাসুম হোসেন অপু , সাংগঠনিক সম্পাদক মোঃ সেতু দেওয়ান, প্রচার সম্পাদক নুর মোহাম্মদ বেপারী, কেন্দ্রীয় সদস্য মোঃ কামাল হোসেন মোল্লা, কার্যকরী সদস্য নাজমুল হাসান, আক্কাস বেপারী।সেখানে আরো উপস্থিত ছিলেন সমাজসেবা ও ক্রিয়া বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সামসুদ্দিন তুহিন , যুব বিষয় সম্পাদক মাসুদ রানা, কার্যকরী সদস্য ফাহিম হাসান, ফারজানা আক্তার, এজাজউল্লা দুলাল, মোফাজ্জল হোসেন , মোঃ মনির হোসেন সাকিল মুন্সী, হুমায়ন ঢালী প্রমূখ।প্রধান অতিথি’র বক্তব্যে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, টঙ্গীবাড়ী শাখা হচ্ছে একটি ডায়নামিক ও মডেল শাখা। আমি অনেক শাখাকেই আপনাদের শাখা’কে উদাহরন হিসেবে তুলে ধরি। আপনারা সড়ক দুর্ঘটনা রোধে অনেক কাজ করেন এবং অসহায়দের পাশে দাড়ান তা আমি জানি, আমি আপনাদের কিছু দিতে পারিনা তবে ভালো কাজ করলে আল্লাহতালা আপনাদের প্রতি সহায় হবেন। আমি আপনাদের জন্য দোয়া করি ও আপনাদের পরিবারের জন্য দোয়া করি আল্লাহতালা যেন হেফাজত করেন।