রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ৬ ডিসেম্বর ২০২৪ | ২১ অগ্রহায়ণ ১৪৩১ | ৩ জমাদিউস সানি ১৪৪৬
নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাইজদিতে
মোহাম্মদ দেলোয়ার হোসেন,জেলা প্রতিনিধি,নোয়াখালী।
নোয়াখালীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ৪ জানুয়ারী সোমবার সকালে নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ।
নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, নোয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুদ্দিন জেহান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন বিএসসি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, পৌর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামীলীগ নেতা মিথুন ভট্ট, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট, এ এন্ড জে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আতাহার ইশরাক সাবাব চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে একরামুল করিম চৌধুরী বলেন, ছাত্রলীগের রাজনীতি গৌরবের রাজনীতি। আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ সবসময় রাজপথে ছিলো। ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৬৯ এর গণ অভ্যুত্থান, ৭০ এর নির্বাচন, ৭১ এর মুক্তিযুদ্ধ সবকিছুতেই ছাত্রলীগের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিলো।
নোয়াখালী জেলার ছাত্রলীগ বর্তমানে সুসংগঠিত , আশা করি ভবিষ্যতেও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এ ধারা অব্যাহত রাখবে। দলের বিরুদ্ধে যারা কাজ করবে, যে কোন অপরাজনীতি রুখে দিতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানান তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.