মো: খায়রুল ইসলাম/নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী রেলওয়ে স্টেশনের ওভারব্রিজে দিন দুপুরে কলেজপড়ুয়া ছাত্রীকে মারধর করেছে এক বখাটে তরুণ। গত বুধবার (১৭ ফেব্র“য়ারি) শত শত মানুষের সামনে ওই ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে কলেজছাত্রীকে মারধর করা হয়। ভুক্তভোগী ওই ছাত্রী দুই বান্ধবীর সঙ্গে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিলেন।
ছাত্রীকে মারধর করা ওই তরুণের নাম বিজয় হাসান (২৫)। তিনি নরসিংদী শহরের কাউরিয়া পাড়া এলাকার মো. স্বপন মিয়ার ছেলে। পুলিশের ভাষ্যমতে, কলেজছাত্রীকে মারধর করা এই বিজয় হাসান শহরের কাউরিয়া পাড়া এলাকার একজন বখাটে তরুণ হিসেবে পরিচিত। ওই ছাত্রী ও তার দুই বান্ধবী বলেন, আমরা তিন বান্ধবী নরসিংদী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষে পড়ি। আজ দুপুরে কলেজের কাছেই প্রাইভেট পড়া শেষে যার যার বাড়ির উদ্দেশে ফিরছিলাম। রেলওয়ে ওভারব্রিজটি পার হয়ে নামার পথে কয়েকজন বন্ধুসহ ওই তরুণ দুই হাত উঠিয়ে পথ আগলে দাঁড়িয়েছিল। এসময় তাদের উদ্দেশে ‘একটু সাইড প্লিজ’ বলে আমরা তাদের পার হয়ে যেতে চেয়েছিলাম। জবাবে ওই তরুণ আমাদের উদ্দেশে বলে, কাকে সাইড দিব। চলে যান, আপনাদের আটকে রেখেছে কে। এর পরিপ্রেক্ষিতে ওই ছাত্রী তরুণের কাছে জানতে চায়, এভাবে কথা বলছেন কেন। এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই ওই তরুণ ছাত্রীর ওড়না টেনে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে। তুই কে, আমি এখানে দাঁড়াবো, সাইড দিব না, তুই কি করবি কর। এসব বলতে থাকে। এসময় উপস্থিত লোকজন ওই তরুণের কাছে অনুরোধ করে মেয়েগুলোকে সাইড দেয়ার জন্য। এতে উত্তেজিত হয়ে ওই তরুণ ওভারব্রিজের রেলিংয়ে ছাত্রীর মাথা জোরপূর্বক চেপে ধরে। পরে ছাত্রীর গালে উপর্যুপরি চড় দিতে থাকে। এসময় ছাত্রীটিও ওই তরুণের গালে দুটো চড় বসিয়ে দেয় এবং বলতে থাকে, আমাকে মেয়ে মানুষ পেয়ে এভাবে মারবি। উপস্থিত লোকজনের মধ্যে কেউ এসময় এগিয়ে আসেনি। তবে যুবকের সঙ্গে থাকা বন্ধুরা তাকে নিবৃত্ত করার চেষ্টা করে। তারা আরও জানান, কোনো কারণ ছাড়া, শুধু শুধুই এসব করেছে ওই তরুণ। এই ওভারব্রিজ দিয়ে আর কখনও যদি আমরা যাই। তবে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে আমাদের। ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, মেয়েটিকে ওভারব্রিজের ওপর এভাবে মারধর করতে দেখে আমরা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। মেয়েটিকে কমপক্ষে ২০/২৫টি চর মারেন ওই তরুণ। পরে তাদের আটকে রেখে পরিবারের সদস্য ও পুলিশকে খবর দেওয়া হয়। মেয়েটিকে এভাবে মারধরের বিষয়টি খুবই খারাপ হয়েছে। এ ঘটনার জন্য ওই তরুণের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এ ঘটনার পরপরই তারা নিচে নেমে এলে স্থানীয় লোকজন তাদের ঘিরে ধরে। উভয়পক্ষের পরিবারের সদস্যদের এই খবর জানানো হয়। খবর পেয়ে নরসিংদী মডেল থানার পুলিশ সেখানে এসে তাদের জিজ্ঞাসাবাদ করে। দুই পরিবারের সদস্যরাও একে একে উপস্থিত হন সেখানে। একপর্যায়ে উপস্থিত হন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, উভয়পক্ষের বক্তব্য শুনেছি আমরা। যেহেতু ঘটনাস্থল অর্থাৎ ওভারব্রিজটি রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন তাই ওই ফাঁড়িকে ব্যবস্থা নিতে বলেছি। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. ইমায়েদুল জাহিদি জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলার পরও কোন রকম অভিযোগ করতে রাজী নয় ছাত্রীর পরিবার। পরে ওই ছাত্রীর কাছে কৃতকর্মের জন্য ক্ষমা চায় বিজয় হাসান। পরে বিষয়টি আপস মীমাংসা করে দেওয়া হয়। ভুক্তিভোগীর অভিযোগ না পেলে আমাদের কোন আইনি ব্যবস্থা নেয়ার সুযোগ নেই।