আলামিন, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দ আয়োজনে সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ সেপ্টেম্বর বিকেলে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নবীনগর প্রেস ক্লাব চত্বর উপজেলা পরিষদ রোডে দাড়িয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা এ মানব বন্ধন করেন। মানব বন্ধনে বক্তব্য পেশ করেন, ১০ম গ্রেড উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দ মনির হোসেন, মো: সালাউদ্দিন, জালাল উদ্দিন, বিপ্লব, মহসিনা খানম , দেব ভট্টাচার্য, মীর মনির, মাহমুদা আক্তার, বাবুল সরকার, সামছুল আরেফিন, কামরুজ্জামান, এমরান হোসেন, মো. কালন মাস্টার প্রমুখ। এসময় বক্তারা বলেন, একজন স্নাতক যিনি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিচ্ছেন, তার বেতন গ্রেড ১৩তম। অথচ একজন অষ্টম শ্রেণি পাশ ড্রাইভার পাচ্ছেন ১২তম গ্রেড। একইভাবে, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, উপ-সহকারী কৃষি অফিসার, এবং ইউনিয়ন পরিষদ সচিব – এই সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতার তারতম্য থাকলেও সকলের বেতন গ্রেড ১০ম। বর্তমান সরকারের কাছে ১০ গ্রেড দ্রুত বাস্তবায়নের জোরালো দাবি জানিয়েছে।