মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর ধামইরহাটে আমেরিকা প্রবাসী দম্পতির ব্যক্তিগত উদ্যোগে গরীব, অসহায় ও দুস্থ ৪০পরিবারের মাঝে ঈদ উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান। শুক্রবার (২৯ এপ্রিল ২২) দুপুর ৩ টায় আমেরিকা প্রবাসী দম্পতির ব্যক্তিগত উদ্যোগে ধামইরহাট তিন নম্বর আলমপুর ইউনিয়ন অধীন বীরগ্রাম নামক গ্রামের গরীব, অসহায়, ও দুস্থ ৪০পরিবারের মাঝে ঈদ উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেন। জানা গেছে, বীরগ্রামের বিশিষ্ট সমাজসেবক প্রয়াত দলিল লেখক সফি উদ্দীনের বড় ছেলে আমেরিকা প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. ফিরোজ হোসেন ও তার স্ত্রী দেলোয়ারা ফিরোজ দোলা দম্পতির ব্যক্তিগত উদ্যোগে গরীব, অসহায়, ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেন।এ সময় আমেরিকা প্রবাসীর মেজ ভাই মোঃ ফরিদুল ইসলাম ও ছোট ভাই মো. রুহেল আহম্মেদ বলেন আমাদের বড় ভাই প্রতি ঈদে গরিব, অসহায় ও দুস্থ পরিবারকে সাহায্য সহযোগিতা করে থাকে।দরিদ্র আনোয়ারা বলেন, আমাদের ফিরোজ ভাই ও ভাবী কে আল্লাহ তাআলা যেন ভাল রাখেন ও সুস্থ রাখেন। প্রতি ঈদে ফিরোজ ভাই ও ভাবীর দেওয়া উপহার পেয়ে আমরা খুবই আনন্দিত হই। আমরা পরিবারের সবাইকে নিয়ে হাসিখুশি ভাবে ঈদ উদযাপন করে থাকি।