
মেহেদী হাসান রিয়াদ, কুমিল্লা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লার দেবিদ্বারে ২১ সদস্য বিশিষ্ট শাখা কমিটি গঠন করা হয়েছে। দৈনিক কালেরকণ্ঠ দেবিদ্বার প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশারকে আহ্বায়ক ও দৈনিক নয়াদিগন্ত দেবিদ্বার প্রতিনিধি ফখরুল ইসলাম সাগরকে সদস্যসচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।এ উপলক্ষে বিএমএসএফের কেন্দ্রীয় সহ-সম্পাদক সোহাগ আরেফিনের নেতৃত্বে দেবিদ্বারে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্যের মতামতে এ কমিটি গঠিত হয়।কমিটির অপরাপর সম্মানিত সদস্যরা হলেন দৈনিক সমকাল দেবিদ্বার প্রতিনিধি খলিলুর রহমান, দৈনিক যুগান্তর দেবিদ্বার প্রতিনিধি মোঃ আক্তার হোসেন, দৈনিক ইত্তেফাক দেবিদ্বার প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন রুবেল, দৈনিক করতোয়া কুমিল্লা প্রতিনিধি মামুনুর রশিদ, দৈনিক ভোরের পাতা কুমিল্লা (উত্তর) প্রতিনিধি মেহেদী হাসান রিয়াদ, দৈনিক রূপসী বাংলা বিশেষ প্রতিনিধি মোঃ মাসুদ রানা, দৈনিক তৃতীয়মাত্রা দেবিদ্বার প্রতিনিধি এআর আহমেদ হোসাইন, দৈনিক মাতৃভূমির খবর দেবিদ্বার প্রতিনিধি মোঃ আনোয়ার হোসাইন, দৈনিক বাংলাদেশ সমাচার দেবিদ্বার প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, এশিয়ান টিভি দেবিদ্বার প্রতিনিধি মোঃ নেছার উদ্দিন ও মাইটিভির ক্যামেরাপার্সন সাইফুল ইসলাম সজিব।এছাড়া বাকি সদস্যদের অন্তর্ভূক্ত করে আগামি এক সপ্তাহের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের শর্তে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর রোববার এ কমিটি ঘোষণা করেন।
এ কমিটির সদস্যরা সকল প্রকার সাংবাদিক নির্যাতন ও হয়রাণীর বিরুদ্ধে সোচ্চার থাকবেন।